রাজশাহীর গোদাগাড়ীতে সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মহীন অসহায় মানুষদের কর্মসংস্থানের জন্য ১০ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও একটি অটো রিকসা বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
বুধবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার সময় ন্যাশনাল ব্যাংকের গোদাগাড়ী শাখায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড গোদাগাড়ী শাখা ব্যবস্থাপক অসিত কুমার সরকার। সেলাই মেশিন বিতরণ সভায় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শারোওয়ার জাহান ডাবলু,ব্যবসায়ী রুহল আমিন,ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় অসহায় দুস্থ ও কর্মহীনদের সামাজিকভাবে সচ্ছল এবং স্বাবলম্বী করতে ন্যাশনাল ব্যাংক নারীদের মধ্যে সেলাই মেশিন দিয়ে একটি মহৎ কাজ করেছে। যাতে করে তারা সংসার পরিচালনার ক্ষেত্রে অবদান রাখতে পারে। বর্তমান সরকার নারীবান্ধব। সে কারণে নারীরা যেন পিছিয়ে না পড়ে ন্যাশনাল ব্যাংক তা সব সময় খেয়াল রাখে। আগামীতেও ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ম.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :