সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী খাদিজা খাতুনকে হত্যা ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
নিজ স্ত্রীকে হত্যার পাঁচ দিন পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার সন্ধ্যার দিকে হাসান আলীকে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।
পুলিশের কাছে সে নিজ স্ত্রীকে হত্যা করার ঘটনা স্বীকার করেছে বলে জানানো হয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সহযোগিতায় উপ পরিদর্শক আব্দুস সালাম এর নেতৃত্বে পুলিশ সিরাজগঞ্জ থেকে আসামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহার করা একটি ছুরি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। গত ১৭ আগস্ট স্ত্রী খাদিজা খাতুনকে খুনের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামীর পরিবারের অন্যরা পলাতক আছে। এদেরকে গ্রেপ্তাররের চেষ্টা চলছে।
হবে।
একুশে সংবাদ/সা.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :