নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ৩৩২ টি পরিবারের মাঝে প্রত্যকে ২০টি হাঁস, ১টি হাঁসের ঘর ও ৯ কেজি করে দানাদার খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এসব বিতরণ করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ইয়ামিন আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা. অসীম কুমার দাস, নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
একুশে সংবাদ/ই.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :