ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলেজ পাড়ের ডাঃ শওকত আলী ফকির সেতু থেকে আলগী ইউনিয়নের ভোগের কাঁচা বাজার পর্যন্ত রাস্তার প্রশস্ত ও শক্তিশালী করনের কাজ শুরু করলেন স্থানীয় সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিশ্বস্ত প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
শনিবার (২৬ আগস্ট) সকালে জনসাধারণকে নিয়ে এ কাজটি তিনি শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলগী ইউনিয়নের সাবেক আ`লীগের সাধারণ সম্পাদক তোহিদুর রহমান বুলবুল, পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী মাতুব্বর, আলগী ইউপি সমাজ সেবক নজরুল শিকারী, যুবলীগ নেতা তাইবুর রহমান, পৌর যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান, যুবলীগ নেতা আহাদ শিকারি প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান কাজ শেষে পথসভায় বক্তব্য কালে তিনি বলেন, মাননীয় সংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন এর উন্নয়নের আরেকটি অংশ এই সড়কটি। আলগীবাসীর বহুদিনের এই স্বপ্ন স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। তাদের ভাঙ্গার সঙ্গে যোগাযোগ আরো ত্বরান্বিত হল। ডাঃ শওকত আলী ফকির সেতু থেকে আলগী ইউনিয়ন পরিষদ ভবন, কৈখালী, নলিয়া, বিদ্যানন্দি (ভোগের কাঁচা )বাজার পর্যন্ত ৭.৮ কিঃ রাস্তা ১২ ফুট থেকে ১৮ ফুট উন্নীত করে আরো শক্তিশালী করনের কাজ আমরা শুরু করেছি। খুব শীঘ্রই তিনটি ধাপে এ কাজ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আজকে আমরা প্রথম ধাপে আড়াই কোটি টাকার ১৩৫০ মিটার রাস্তা দ্রুত গতিতে শেষ করা হবে। এতে করে আলগীবাসির উপজেলার সঙ্গে যোগাযোগের ভোগান্তি লাঘব হবে। এসব উন্নয়ন একমাত্র আমাদের এমপি মহোদয়ের। আগামী নির্বাচনে এর সুফল এমপি মহোদয় পাবেন বলে আশা করছি।
একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :