বরগুনার আমতলীর সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ আগস্ট সকালে এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া এ ঘোষণা দেন।
আমতলী সদর ইউনিয়নের মানিকঝুরি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য প্রায় ৫শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম বাদল প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনার ফলক উম্মোচন করেন।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :