কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ রুবেল শেখ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১০:৫৫ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি বউবাজার এলাকার মোঃ শহীদুল্লাহর চায়ের দোকানের সামনে মাদক বিক্রয় করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ বোতল এস্কাপ পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল শেখ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখাত পশ্চিমপাড়া ঈদগাঁ এলাকার মৃত রইছ শেখের ছেলে।
পুলিশ জানায় ৩০ আগষ্ট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ৫০ বোতল এস্কাপ উদ্ধারপূর্বক রাত ১১:০৫ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :