গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৎস্যজীবী কিশোর শ্রমিক আব্দুর রাজ্জাক মিয়া (১৫) গলায় রশি দিয়ে আআত্মহত্যা করেছে।
রোববার দিবাগত রাত ১০টা হতে ভোর ৪টার মধ্যে এ ঘটনাটি ঘটেছে। রাজ্জাক ওই গ্রামের মৎস্যজীবী শ্রমিক দুলু মিয়ার ছেলে।
পারিবারিকভাবে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোবরার রাতে খাওয়া শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। সে সারা না দেয়ায় ঘরের দরজা ভেঙে দেখতে পায় রাজ্জাক নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে রশি মধ্যে ফাঁস অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পরিবারের দাবি রাজ্জাকের কোন রোগ ব্যাধি ছিল না। কেন সে আত্মহত্যা করেছে, তার কোন কারণ পরিবারের সদস্যদের জানা নাই।
থানার এসআই মামুনুর রশিদ জানান, মরদেহের শরীর স্বাভাবিক ছিল। কোন চিহ্ন পাওয়া যায়নি। পোষ্ট মর্ডাম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :