AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীর রায়পুরায় রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
০৭:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৩
নরসিংদীর রায়পুরায় রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামের একটি মাজার শরীফের রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, এলাকার ও দূর দূরান্তের বহু ভক্ত সারা বছরই হযরত শাহ্ সুফি টকি মোল্লা (রঃ) এর মাজার শরীফে আসা যাওয়া করেন। প্রতি বছরই ওরশে হাজারো মানুষের আগমন ঘটে। সম্প্রতি ৩ শত বছরের পুরনো ১২ ফিট রাস্তাটি ৬ ফিট সর করে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে কতিপয় লোক। এতে মানুষ মারা গেলে কবরস্থানে লাশ নিয়ে যাওয়াসহ চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তাটির প্রয়োজনীয়তা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির সমস্যা সমাধানের দাবি জানানো হয় মানবন্ধনে। পরে তাঁরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন।

 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এডভোকেট খন্দকার হালিম, এনামুল হক, টিপু সুলতান, রাজিব খন্দকার প্রমুখ।

 

একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা

Shwapno
Link copied!