পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। র্দীঘ নয় বছর ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, অন্তস্বত্তা মায়ের জরুরী সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে প্রাইভেট ক্লিনিকে যাওয়া ছাড়া উপায় ছিলো না। যা গরীর ও অসহায় মানুষের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতো। সরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় গরীব মানুষ এই হাসপাতালেই সেবা গ্রহন করতে পারবে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি পঞ্চগড়ে যোগদানের পর দেখতে পাই যে সরকারী হাসপাতালে কোন প্রকার অপারেশন করার ব্যবস্থা নাই। এতে করে সাধারণ গরীব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আমার প্রচেষ্টায় জেলার সকল হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য অপারেশন করার উদ্যোগ নিয়েছি। গরীব ও অসহায় মানুষের অপারেশন এখন থেকে সরকারী হাসপাতালেই সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :