AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সঞ্জয় বিশ্বাস


Ekushey Sangbad
উজিরপুর উপজেলা প্রতিনিধি, বরিশাল
০৭:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
উজিরপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সঞ্জয় বিশ্বাস

বরিশাল উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সঞ্জয় বিশ্বাস। তিনি উপজেলার হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

নির্বাচক কমিটি বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী  শিক্ষক নির্বাচন করেন। তারমধ্যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচলানার অভিজ্ঞাতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করা হয়।

 

জানা যায়, সঞ্জয় বিশ্বাস ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি ২০১৮  সালের কৃতিত্বের সাথে বিএড ডিগ্রি সম্পন্ন করেন। তিনি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। ২০১৯ সালের ১৬ জুলাই থেকে শিক্ষক বাতায়ন বরিশাল জেলা আইসিটিচার ই আ্যম্বাসেডর এর দায়িত্বে নিয়োজিত আছেন। বাংলাদেশের সর্ব বৃহত্ত ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ থেকে তিনি শতাধিক অনলাইন কোর্স সম্পূন্ন করে, সার্টিফিকেট অর্জন করেন। ২০২০ সালের ২০ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন গণিত বিষয়ক মাস্টার ট্রাইনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

 

 সঞ্জয় বিশ্বাস করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সরাসরি পাঠদান বন্ধ রাখা হয়। শিক্ষক সঞ্জয় দেশ ও উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস নেয়া শুরু করেন।

 

করোনাকালীন শিক্ষায়  ও আইসিটি তে বিশেষ অবদান রাখায় ২০২০ সালে ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাকে করোনা যোদ্ধা স্বীকৃতি দেয়।

 

 ২০২১ সালে ২১ জুলাই শিক্ষক বাতায়ন তাকে দেশের সেরা অনলাইন পানফর্মার স্বীকৃতিতে ভূষিত করে। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন শিক্ষাক্রম, গণিত বিষয় স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, প্রিন্ট ম্যাটারিয়ালস তৈরি-সহ বিভিন্ন ওরিয়েন্টেশনে জাতীয় পর্যায়ে কাজ করেছেন। এমনকি তিনি সংসদ বাংলাদেশ টেলিভিশনেও একাধিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছেন।

 

একাধিক শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে,হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক নানা কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর সঞ্জয় বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠাম উন্নয়নসহ নানা কাজ করে সুনাম অর্জন করেছেন।এছাড়া সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত সঞ্জয় বিশ্বাস।

 

সহকারী শিক্ষক  সঞ্জয় বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। শিক্ষক হিসেবে কাজ করি ধৈর্য, ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে। এখানে শিক্ষার্থীদের উন্নয়নই আমার মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ভালো কিছু দিতে পারাটাই শিক্ষকতা জীবনে পরম প্রাপ্তি। আমি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমার এই প্রাপ্তি তে যারা পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন এবং উপজেলা শ্রেষ্ঠ সরকারী শিক্ষক নির্বাচিত  করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা বাসীর জন্য উৎসর্গ করলাম।

 

একুশে সংবাদ/র.ই.প্র/জাহা

Link copied!