গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কালিয়াকৈর পৌর শাখার অধীনস্থ ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের সভাপতি রুবেল পারভেজ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
তিনি বলেন, বাংলাদেশ একটি তলাবিহীন দেশ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল করেছেন। কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করার জন্য দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এদেশে কিছু ৭১ বিরোধী কুলাঙ্গার আছে যারা শেখ হাসিনার উন্নয়নকে চোখে দেখেন না।
তিনি শ্রমিকদেরকে একত্র হওয়ার জন্য অনুরোধ জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন গাজীপুর জেলার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন।
সম্মেলন শুরু হওয়ার শুরু থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা দলে দলে বড় বড় মিছিল নিয়ে শ্রমিক লীগের সম্মেলন সফল করার জন্য ঈদগাহ মাঠ প্রাঙ্গনে উপস্থিত হন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুরাদ কবির ,গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জাতীয় শ্রমিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি শেখ দুলাল আহম্মেদ, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন মৃধা তপু, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক শরীফ মন্ডল, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন ওয়ার্ড, মহল্লা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পৌর শ্রমিকলীগ ও ৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ব.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :