AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
১২:১২ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার সকাল ৮টার দিকে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এফ. বি. মা নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসার খবর পান তারা। তারপর প্রযুক্তির মাধ্যমে শুক্রবার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ওই ফিশিং ট্রলারটি অবস্থান শনাক্ত করেন কোস্ট গার্ড। এরপর শনিবার সকাল ৮টায় মোংলা কোস্ট গার্ডের আওতাধীন কাগা-দোবেকি, দোবেকি ও কচিখালী ষ্টেশনের কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করেন। উদ্ধারের পর ওই জেলেদেরকে মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে পরবর্তীতে বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে বলে জানান মোংলা কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের মালিকানাধীন এফ. বি. মা নামের ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে ছেড়ে সাগরে যায়। ছেড়ে যাওয়ার দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নেটওয়ার্ক পেলে মোবাইলে মহাজনকে বিষয়টি জানালে মহাজন কোস্ট গার্ডের শরণাপন্ন হন। এরপর কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৭ জেলেসহ ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেন।

একুশে সংবাদ/এসআর

Link copied!