শ্রমিকদের অসন্তোষের কারণে বুড়িমারী স্থলবন্দরে পাঁচদিন যাবত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারত থেকে আসা পণ্যবাহী লরির দীর্ঘ লাইন। কিন্তু কোন পণ্য খালাস হচ্ছে না। খালাসের অপেক্ষায় রয়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক।
পণ্যবাহী ট্রাক দাড়িয়ে থাকার কারণে আজ সোমবারও স্থলবন্দরের ইয়ার্ড এবং মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবি তাদের মজুরির টাকা সর্দারের মাধ্যমে নয়, লেবার হ্যান্ডেলিং ঠিকাদার বা প্রতিনিধির মাধ্যমে পরিশোধ করতে হবে। অন্যথায় তারা পণ্য খালাসে হাত লাগাবে না।
এমন পরিস্থিতিতে বৈঠকে বসেও কোন সমাধান হয়নি। শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন মতে সমস্যার সমাধান না হলে শ্রমিকরা ট্রাক থেকে পণ্য খালাস করবে না। গত সপ্তাহে শ্রমিকদের মজুরির টাকা না পাওয়া এবং সাধারণ শ্রমিকদেরকে কাজের সিরিয়ালকে কেন্দ্র করে শ্রমিক ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে শ্রমিকদের হামলায় দুই সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :