AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ দিন পর বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড শুরু, সড়কে তীব্র যানজট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৩:১২ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩
৬ দিন পর বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড শুরু, সড়কে তীব্র যানজট

ছয় দিন কর্মবিরতির পর আজ বুধবার দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকরা।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাদের কাজে যোগদানের আহবান জানালে তারা কাজে যোগ দেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

 

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে বুড়িমারী স্থলবন্দর অফিস হলরুমে শ্রমিকদের সাথে বৈঠক করেন।

 

ছয়দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্য সচল হওয়ায় একসাথে বহুসংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করেছে। এতে বুড়িমারী স্থলবন্দরে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ট্রাকসহ সকল যানবাহন ও যাত্রী চলাচলে বিঘ্ন ঘটছে। এ স্থলবন্দরে প্রায় ৫০০ ট্রাকের পণ্য আনলোড করতে হবে শ্রমিকদের। এখানে তালিকাভুক্ত ২৩০০ লোড-আনলোড শ্রমিকের সাথে সহস্রাধিক অস্থায়ী শ্রমিক পণ্যবাহী ট্রাকগুলো থেকে পণ্য লোড-আনলোডের কাজ করছেন।

 

বুড়িমারী স্থলবন্দ শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আশ্বাসে শ্রমিকরা কাজে যোগদান করেছেন। তিনি বলেন, আমরা স্থলবন্দরে কোন শ্রমিক সর্দারকে দেখতে চাই না। আমরা সরাসরি লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের কাছ থেকে কাজের মজুরি পেতে চাই। বন্দরে ২২জন শ্রমিক সর্দার সাধারন শ্রমিকদের মজুরি আত্মসাৎ করতেন। তারা কোটিপতি হয়েছেন কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি বলেও জানান তিনি।

 

বুড়িমারী স্থলবন্দরে আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন, শ্রমিক অসন্তোষের কারনে বন্দরে গেল ছয়দিন আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিলো। নৌপরিবহন মন্ত্রী বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে এসে শ্রমিক অসন্তোষ সমস্যার সমাধান করেন। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় পণ্য লোড-আনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

 

বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ছয়দিন পর পণ্যবাহী ট্রাক চলাচল করায় রাস্তায় যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সিকিউরিগার্ড সদস্যরা। আগামি দুদিনের মধ্যে ট্রাকের সবগুলো পণ্য খালাস করতে পারবেন শ্রমিকরা। জেলা প্রশাসনের ৫ সদস্য তদন্ত কমিটি শ্রমিক অসন্তোষের ব্যাপারে তদন্ত করছে। নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করবে।

 

একুশে সংবাদ/জ.ব.প্র/জাহা

Link copied!