মাদারীপুর শিবচর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হ্যালো এইচএপি (HELLO HP) অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, হাইওয়ে ফরিদপুর সার্কেল, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর।
জানা যায়, হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে।
জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অঞ্চলভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর, মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বরও পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাইনলোড করে নেয়া যাবে।
সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন বলেন, ‘হাইওয়েতে জনসাধারণ যেকোনো ধরনের বিপদে পড়লে এই অ্যাপের সাহায্যে আমাদের জানাতে পারবে। হাইওয়েতে যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা এ ‘হ্যালো এইচপি অ্যাপ’ থেকে পাওয়া যাবে’।
অনুষ্ঠানে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ হ্যালো এইচপি অ্যাপস ইনস্টলেশনের মাধ্যমে মহাসড়কে ঘটে যাওয়া যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট যেমন রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
এসময় শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকি, সার্জেন্ট জয়ন্ত সরকার, এএসআই (নিঃ) নিহার রঞ্জন সরকার, এএসআই (নিঃ) সগীর হোসেন, এএসআই (নিঃ) আরিফ হোসেন, এটিএসআই জাকির হোসেনসহ পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/দ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :