ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বেশ কিছুদিন ধরে গাছের ডালে, বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে বিরল প্রজাতির একটি মুখ পোড়া হনুমান।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বোয়ালমারী থানার সামনে, মহিলা কলেজ মোড়, উপজেলা গেটের সামনে, ময়না গ্রামের বেশ কিছু জায়গায়, ময়েনদিয়া গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না।
স্থানীয় বাসিন্দা রাবিক মোল্লা জানান, বোয়ালমারীতে বেশ কিছু দিন ধরে হনুমানটি দেখা যায়। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। গাছের ডাল, দোকান এমনকি দেওয়ালের ওপর আয়েশি ভঙ্গিতে বসে থাকা হনুমানটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। বিশেষ করে শিশুরা হনুমানটিকে দেখে অনেক আনন্দ অনুভব করে।
গত বেশ কিছুদিন ধরে বোয়ালমারী পৌর এলাকার বিভিন্ন স্থানে এ হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি কারও কোন ক্ষতি করছে না। বৃহৎ আকারের লেজবিশিষ্ট এ হনুমানটি কীভাবে এবং কোথা থেকে এ এলাকায় এসেছে, তা কেউ বলতে পারছেন না।
হনুমানটি কৌতূহলী লোকজনের উৎপাত থেকে বাঁচতে কখনও গাছের উঁচু ডালে আবার কখনও মানুষের মাঝে আশ্রয় নিচ্ছে। হনুমানটিকে খাওয়ানোর জন্য ভালোবেসে কেউ কেউ কলা, বিস্কুট, পাউরুটি দিচ্ছেন।
বোয়ালমারীর বিশিষ্ট সাংবাদিক কামরুল সিকদার বলেন , মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে।
তিনি জানান, বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। তিনি এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
একুশে সংবাদ/স.চ.প/জাহা
আপনার মতামত লিখুন :