AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৫:৪২ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

‍‍`বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার‍‍` এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

 

দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

 

বেলা ২টার দিকে এমএমএস কার্যালয় হতে বের হয়ে শোভাযাত্রাটি রেলস্টেশন সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ৪ শতাধিক কন্যা শিশু অংশ নেয়। তারা তাদের অধিকার সম্বলিত নানা ধরনের প্লা কার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করে। পরে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি কন্যা শিশুদের শুভেচ্ছা জানান এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা বলেন।

 

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি গণেশ পাল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, আয়শা নেওয়াজ, নুরজাহান বেগম প্রমূখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।

 

সভায় শিশুদের অধিকার ও তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন শিশু সংগঠনের নেতা অনন্যা আফরিন, বর্ষা আক্তার, নিছা আক্তার, সামিয়া আক্তার, মিথিলা মিতু ও শ্রাবনী আক্তার স্বর্ণা।

 

মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সংগঠনের আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার ৪২০ জন কন্যা শিশুকে নিয়ে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ, জীবন দক্ষতা, মানবাধিকার, জেন্ডার ভায়োলেন্স, নেতৃত্ত্ব প্রদান, কাউন্সেলিং, শিক্ষা সহায়তা, সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, খেলাধুলা সহ নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করে থাকেন।

 

এ ছাড়া সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে নিয়ে নানাবিধ দিবস উদযাপন করে থাকেন। এর মাধ্যমে এ এলাকার কন্যা শিশুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা

Link copied!