ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশার বিলে অভিযানপ রিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক।
এ সময় ড্রেজার মালিক স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম শরীফ পালিয়ে যাওয়ায়। ড্রেজারের তিন শ্রমিককে ধরে এনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :