AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১২:৫৮ পিএম, ৪ অক্টোবর, ২০২৩
পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে পুলিশ হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা এস এম শহীদুল্লাহর (৬৭) মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় ওই ঘটনা ঘটে।

 

এস এম শহীদুল্লাহ দুদকের সাবেক ওই উপপরিচালক ছিলেন। তিনি বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা। ওমর আলী মাতব্বর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শহীদুল্লার মৃত্যুর বিষয়ে ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে চানগাঁও থানা পুলিশের দুই এএসআই বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে জানা যায়, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমার বারা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বাবাকে থানায় নিয়ে যাওয়ার পর ওষুধ দেয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশ দিতে দেয়নি। পরে ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।’

 

এটা পরিকল্পিত হত্যা বলেও মন্তব্য করেন ছেলে নাফিস শহিদ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দাবি করেন তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর বয়স্ক লোক হওয়ায় দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথমে আমার কক্ষে আনা হয়। তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে ওষুধ দেন। কিন্তু অবস্থার অবনতি হলে পুলিশ ও পরিবারের লোকজন দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

 

Link copied!