AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম


বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মুক্তা আক্তার পুতুল (২৪) নামে এক গৃহবধূ। ভূপৃষ্ঠ হওয়া সন্তানদের মাঝে ৩ ছেলে ও ১ কন্যা রয়েছে।

 

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন তথ্যটি নিশ্চিত করেন।

 

পুতুল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

 

এরআগে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টায় তিনি প্রসব বেদনা নিয়ে শেবাচিম হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন

 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, চারটি বাচ্চারই ওজন কম। তাই চার শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এখনও কোনো শিশু শঙ্কাযুক্ত বলা যাবে না।

 

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব জানান, শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।

 

মুক্তা আক্তার পুতুলের মা মায়া বেগম বলেন, ১০ বছর আগে আমার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। গেলো রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহরাইন আছেন। তাদের সংসারে ৬-৭ বছরের আরও একটি মেয়ে রয়েছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম রাখা হিয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

 

একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

Shwapno
Link copied!