কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্বওমী ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
রোববার (৮ অক্টোবর) বাদ যোহর থেকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন যথাক্রমে দেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসার (চট্রগ্রাম) মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি কাসেমী ও ইসলামিক রিসার্চ সেন্বসুন্ধরার প্রধান মুফতি ও শিক্ষা সচিব আল্লামা মুফতি এনামুল হক কাসেমী।
ক্বওমী ওলামা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি শামসুদ্দিন কাসেমী এর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এছাড়াও দেশ বরেন্য আমন্ত্রিত উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন।
সম্মেলনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান তৌহিদী জনতা অংশগ্রহন করেন।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :