লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে সমাজ কল্যাণ পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের অনুদানের চেক এবং পল্লী সমাজ সেবা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বিকেলে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বাসভবণে এ চেক বিতরণ করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালন নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সমাজ সেবা অধিদপ্তরেরর সহকারী পরিচালক মো: আবদুর রহমান,শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুদানের চেক তুলে দেন।
এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালন নুরুল ইসলাম পাটওয়ারী জানান, জেলার ৪৯ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৩ লাখ ২০ হাজার, বিভিন্ন অসহায় দুস্থ ১৮ জনের মাঝে এককালীন ১ লাখ ৩৪ হাজার টাকা পল্লী সমাজ সেবা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ ৯৪ জনের মাঝে ৩৯ লাখ চেক বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/র.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :