কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল, পিযুষ চন্দ্র দাস। ইউপি`র চেয়ারম্যান আবু মুছা আল কবির, তেয়বুর রহমান, তুহিন শিমুল বিল্লাহ রহিম পারভেজ ও শুকলাল বাবু আরো উপস্থিত ছিলেন পার্থ সরদিয় দত্ত পুজা উদযাপন কমিটি মুরাদনগর উপজেলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্য নন্দন রায় ও মন্ঠু চন্দ্র পাল।
বাঙ্গরা বাজার থানার ৬৩টি পূজা মন্ডপের সকল সদস্য সহ স্থানীয় সকল জনপ্রতিনিধি ও ইমাম সাহেব সহ স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সকলে সতর্ক থাকতে বলেছেন। প্রতিটি পূজামন্ডবে সিসি ক্যামেরা রয়েছে বলে জানান সকল পূজামন্ডনের সদস্যরা।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :