কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে আসলে, তাদের বিষ দাঁত ভেঙ্গে দেয়া হবে। সোমবার (অক্টোবর) সকালে কোটচাঁদপুর মডেল থানা চত্বরে পূজা কমিটির সভাপতি /সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) ও সভার সভাপতি সৈয়দ আল- মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার তদন্ত (ওসি) জগন্নাথ চন্দ্র, পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়,পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী।
এ সময় পুজা মন্তপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও করনীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।
আলোচনা সভা পরিচালনা করেন, মডেল থানার উপপরিদর্শক (এস আই) নাজিবুল হক। এ বছর এই উপজেলায় ৪৫টি পুজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :