‘‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’’ এমন প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে ১৭ অক্টোবর (মঙ্গলবার) লক্ষ্মীপুরে র্যালি, আলোচনাসভা ও হাত ধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এদিন সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শুরু পূর্বে কালেক্টর ভবন প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহণে হাত ধোয়া নিয়ম শেখানো হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারের সভাপতিত্বে র্যালি ও আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: রুমা আক্তার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, এনজিও, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :