AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ঘণ্টার জন্য ইউপি চেয়ারম্যান স্কুল ছাত্রী জুলেখা আক্তার


এক ঘণ্টার জন্য ইউপি চেয়ারম্যান স্কুল ছাত্রী জুলেখা আক্তার

মাত্র ১৫ বছর বয়সেই নারী ইউপি চেয়ারম্যান স্কুল ছাত্রী জুলেখা আক্তার। এটা অবাক হওয়ার মত মনে হলেও এমনই হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে। তবে এটা জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান নয়। এটা এক ঘণ্টার জন্য প্রতিকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে।

এসময় জুলেখা প্রতিকী চেয়ারম্যান এর দায়িত্ব পালন কালে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, ডেঙ্গু সচেতনতা ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংশ্লিষ্টদের দিক নির্দেশনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। প্রতীকি চেয়ারম্যানকে তার চেয়ারে বসিয়ে দিয়ে তাকে স্বাগত জানান তিনি।

জুলেখা আক্তার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) দৌলতদিয়া শাখার চাইল্ড পার্লামেন্ট সদস্য । সে দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়ার শেখ খালেক ও জাকিয়া বেগম দম্পতির সন্তান। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে জুলেখা আক্তার।

তিনি বলেন, আমি আজকে প্রতীকি চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে অনেক উদ্ধুদ্ধ হয়েছি। সেই সাথে একজন ইউপি চেয়ারম্যানের দায়িত্ত্ব ও কর্তব্য সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছি। এর জন্য আমি সম্মানীত চেয়ারম্যান এবং কেকেএসের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব। জুলেখা আজ প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। আশাকরি আগামীতে সে এর চাইতেও ভালো স্থানে অধিষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউপি সচিব মেনামুল হাসান মিন্টু, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন , ইউপি সদস‍্য গফুর খান, মহিলা সদস্য নুরজাহান বেগম, আয়েশা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক শামীম শেখ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।


একুশে সংবাদ/এসআর

Link copied!