ঝালকাঠির রাজাপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর আওতায় রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বক্ষণিক অভিযানকালে বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১৯ অক্টোবর ভোরে রাজাপুর উপজেলার বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে নিষেধাজ্ঞা সময়ে মা ইলিশ আহরন কালে মোঃ হেলাল আকন ও মোঃ হানিফ ফরাজী নামে ০২ জন জেলেকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন।
আটককৃতরা হলেন মোঃ হেলাল আকন ও মোঃ হানিফ ফরাজী প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন।
এসময় চার হাজার মিটার জাল যাহার মুল্য প্রায় আশি হাজার টাকার জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল বাদুরতলা ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :