বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৪০হাজার টাকার একটি চেক তুলে দেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ বাবুল আহম্মদ। এ সময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
চেক প্রদান কালে গভর্ণিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন মানীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমাদের ক্ষুদে এই শিক্ষার্থী এ টাকার বিনিময়ে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ পাবে। সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূঞা বলেন, আমরা আমাদের একজন শিক্ষার্থীকে সামান্য হলেও সহযোগিতা পাইয়ে দিতে পেরেছি এজন্য আনন্দিত এবং এর কৃতত্বি শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর।
শিক্ষার্থীর বাবা বাবুল মিয়া উপিস্থিত থেকে চেক গ্রহণ করেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তৌহিদের চিকিৎসার বিস্তারিত সকলকে অবগত করেন।
উল্লেখ্য মাসকা গ্রামের শিক্ষার্থী তৌহিদ ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এবং কিছুদিন পূর্বে খেলতে গিয়ে চোখে আঘাত পায়। পরবর্তীতে শিক্ষকমন্ডলীর পরামর্শক্রমে অন-লাইনে মাননীয় প্রধানন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করে।
গত ১৭ অক্টোবর ৪০হাজার টাকা অনুদানের একটি চেক সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডাকযোগে পৌছেঁ এবং তা শিক্ষার্থী ও তার অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :