জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর আয়োজনে শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হচ্ছে।
রোববার (২২ অক্টোবর) সকাল ১০ টায় তেঁতুলিয়া হাইওয়ে থানার আয়োজনে উপজেলার ভজনপুর এলাকায় তেঁতুলিয়া- পঞ্চগড় জাতীয় মহাসড়কে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে পরিবহন শ্রমিকদের নিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় তেঁতুলিয়া হাইওয়ে থানারর ওসি জনাব জাকির হোসেন মোল্লা সবাইকে স্মাট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ প্রতিপাদ্য মেনে চলার অনুরোধ জানান। এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে সড়ক আইন মেনে চলাহ আহ্বান জানান।
অনুষ্ঠিত র্যালিতে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিস সদস্য সহ স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন যানবাহনের মালিক- পরিবহন শ্রমিকরা অংশ গ্রহন করেন।
এর পর তেঁতুলিয়া হাইওয়ে থানার আওতাধীন তেঁতুলিয়া পঞ্চগড় জাতীয় মহাসড়কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ প্রতিপাদ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিন ব্যাপি প্রচার মাইকিং অব্যাহত রাখেন।
একুশে সংবাদ/ড.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :