রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবার ) দুপুর ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু রোগীর সোনাভান (৭০) । সে রাজশাহীর চারঘাট উপজেলার নুরুল হকের স্ত্রী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, সে জ্বর নিয়ে গত ১৫ অক্টোবার দুপুরে রামেক হাসপাতলের ২৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২২ অক্টোবার সকালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার বিকেল ৩ টার দিকে মারা যায়। সে অতিরিক্ত জ্বর, মাথাব্যাথা, বমি ও মুখে ঘা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো।
তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৮৮ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৫৪ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৮৮ জন। বর্তমানে আরও ১৮৭জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :