AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ৪ শিশু জন্ম দেয়া দম্পত্তির পাশে উপজেলা প্রশাসন


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪:৪০ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
জীবননগরে ৪ শিশু জন্ম দেয়া দম্পত্তির পাশে উপজেলা প্রশাসন

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে একসাথে ৪ শিশু জন্ম নেওয়া দম্পত্তির পাশে দাঁড়িয়েছে জীবননগর উপজেলা প্রশাসন।

বুধবার(২৫ অক্টোবর) সকাল ১১ টায় সুটিয়া গ্রামের মাঝ পাড়ায় জিয়াউল ইসলাম ও তাহমিনা খাতুন দম্পতির বাড়িতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।পরে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাচ্চাদের খাবার, ফলমূল,পোশাখ ও নগদ অর্থ প্রদান করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি বাচ্চার জন্য আরও সহযোগী করার আশ্বাস প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসিনা মমতাজ, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান সহ অনেকে।

উল্লেখ্য যে,যশোর আদ্বীন হাসপাতালে জীবননগরের সুটিয়া গ্রামের জিয়াউলের স্ত্রী তাহমিনার গর্ভে একসাথে জুম্মান,জুবায়ের, জুনিয়া ও জিনিয়া নামের ৪ টি বাচ্চা জন্ম নেয়। ২ টি ছেলে ও ২ কণ্যা সন্তানের মধ্যে গত ২২ অক্টোবর জিনিয়া নামের একটি কণ্যা সন্তান মারা যায়। ৩ সন্তান নিয়ে গতকাল মঙ্গলবার যশোর থেকে গ্রামে ফিরে আসে তারা।

প্রসূতি তাহমিনা খাতুন বলেন, দীর্ঘ ৯ বছর পর আমাদের ঘরে সন্তান আসছে খবর শুনে আমরা খুবই খুশি হয়েছিলাম।সিজার করে একসাথে ৪ জন বাচ্চা জন্ম নেয় পরে একজন বাচ্চা মারা যায়।অনেক কষ্ট করে যশোরের হাসপাতালে দেড় লক্ষ টাকা পরিশোধ করে আমরা গতকাল বাড়িতে আসি।এখন ৩ টি বাচ্চার খাবার ও ঔষধ কেনার সামর্থ্য আমাদের নেই।

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!