চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া উপজেলায় ব্যাপক তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় হামুন।
সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয় এবং দুই ঘন্টাব্যাপী স্থায়ী হয়।
এ সময় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে নুরু মার্কেট এলাকায় গাছ চাপা পড়ে আনোয়ারা বেগম (৬৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে নিহত মহিলা ওই এলাকার মনির আহমদের স্ত্রী ঘুর্নিঝড়ের হামুমে চন্দনাইশ সাতকানিয়া ব্যাপক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে অসংখ্য গাছ গাছালি ভেঙে গেছে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎতের খুটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আছে পুরো চন্দনাইশ সাতকানিয়া উপজেলা।
দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী নযন কুমার বলেন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ সঠিক তথ্য দিতে না পাড়লেও গাছ পড়ে বিদ্যুৎতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দোহাজারী অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে বাকি গুলো চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :