মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। ফলে দফায় দফায় ও পুলিশের মধ্যে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তারা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পাজেরো গাড়িতে অগ্নিসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক এলাকায় ওই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অর্ধশতাধিক। শ্রমিকেরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করেছেন। বিক্ষিপ্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০-৬০টি গাড়ি ভাঙচুর করেছেন। এছাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পাজেরো গাড়িতে অগ্নিসংযোগ করেছেন।
পোশাক শ্রমিকদের অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, আজ সকাল ৯টার পর থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে ৪র্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এসময় তারা বেতন বৃদ্ধির দাবি জানান।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :