পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।
বিএনপির দুই নেতা হলেন- ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন (৫৫) ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩৫)।
এর আগে বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁদেরকে আটক করে থানা পুলিশ।
গত বছরের ২৩ নভেম্বর ভাঙ্গুড়া বিএনপির ৯ নেতাসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ২০২২ সালের ২৩ নভেম্বর ভাঙ্গুড়া বাজার গোল চত্বর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে বিএনপি নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা আলমগীর হোসেন জড়িত। দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক বলেন, সাজানো মিথ্যা মামলায় বিএনপি নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
একুশে সংবাদ/শ.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :