AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবজাতক বিক্রির টাকা ভাগাভাগীকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্য ক্লোজড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
১০:৪৮ পিএম, ২৬ অক্টোবর, ২০২৩
নবজাতক বিক্রির টাকা ভাগাভাগীকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্য ক্লোজড

নবজাতক বিক্রির ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরের চৌগাছার থানা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে। পরকীয়া সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটির বাবা-মাকে মামলার ভয় দেখিয়ে তাঁরা ওই টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

অভিযুক্তরা হলেন— চৌগাছা থানার উপপরিদর্শক শামীম হোসেন ও আশিক হোসেন। এ ঘটনায় তাদের দুজনকে পুলিশ লাইেন ক্লোজড করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চৌগাছার আন্দুলিয়া গ্রামের সোনিয়া খাতুনের স্বামী ইলিয়াস হোসেন দুই বছর ধরে ভারতের কারাগারে বন্দী ছিল। এ অবস্থায় একই গ্রামের আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে সোনিয়া খাতুনের। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সে। গত ২৫ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। দ্রুতই বিষয়টি উভয়ের পরিবার জেনে যায়। সোনিয়া ও তাঁর সন্তানকে আবু সাঈদ মেনে নিলেও তাঁর পরিবার মেনে নেয়নি।

 

এ কারণে গত ২ অক্টোবর নবজাতককে পাশের টেঙ্গুরপুর গ্রামের নিঃসন্তান মুকুল খান ও আশা খান দম্পতির কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন সোনিয়া ও সাঈদ। নবজাতক বিক্রির বিষয়টি চৌগাছা থানার এসআই শামীমকে জানিয়ে দেন পুলিশের এক সোর্স। পরে মামলার ভয় দেখিয়ে সোনিয়া ও সাঈদের কাছ থেকে ৭০ হাজার টাকার মধ্যে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন এসআই শামীম। তাঁর সঙ্গে

ছিলেন এসআই আশিক হোসেন।

 

বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে গত ২৪ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলাম ও এসআই শামীম সোনিয়া-সাঈদের বিয়ে দিয়ে

দেন। একই সঙ্গে লেনদেনের বিষয়ে কাউকে জানাতে নিষেধ করেন।

 

সোনিয়া বলেন, ‘আমার ৪ দিন বয়সী মেয়েকে দত্তক দিয়েছি। বিনিময়ে ৭০ হাজার টাকা পেয়েছি। সেই টাকা থেকে পুলিশ মামলার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা নিয়ে গেছে। এর সঙ্গে গ্রামের লোকও জড়িত। স্বামীর কাছে আর সামান্য কিছু টাকা আছে। আমার শ্বশুরবাড়ি যদি ওই শিশুকে ফিরিয়ে আনে তাহলে আমি তাকে ফেরত নেব।’

 

আবু সাঈদ বলেন, ‘বিবাহবহির্ভূত বাচ্চার খবর শুনে এসআই শামীম ৮০ হাজার টাকা দাবি করে। প্রথম দফায় ৩০ হাজার টাকা ও পরে আরও ২৫ হাজার টাকা নেন এসআই শামীম। এ ছাড়া রকি পাঁচ হাজার টাকা নিয়েছে।’

 

আবু সাঈদের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমার একমাত্র ছেলে নাহয় অন্যায় করেছে। সে তো বিয়েও করেছে। এরপরও পুলিশ আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আমি অনেক হাতে পায়ে ধরে ২৫ হাজার টাকায় রাজি করাই। এরপর গ্রামের একজনের কাছ থেকে ধার করে আরও ১৫ হাজার টাকা মেম্বার মহিদুল ইসলামকে দিয়েছি। তাঁকে আরও দশ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেছে।’

 

এদিকে মুকুল খানের বাড়িতে গিয়ে নবজাতককে পাওয়া যায়নি। মুকুল খানের বাবা আব্দুল মান্নানের জানান, বাচ্চাটি অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ‘নিঃসন্তান মুকুল নোটারি পাবলিকের মাধ্যমে বাচ্চা দত্তক নিয়েছে। যদি ঝামেলা হয় তাহলে তাঁরা বাচ্চা ফিরিয়ে দেবে।’ মুকুল খান দাবি করেন, ‘সাঈদ-সোনিয়ার বিয়ে হয়নি এ বিষয় গোপন রেখেই আমার কাছে সন্তান দত্তক দেন তাঁরা।’

 

টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার মহিদুল বলেন, ‘এসআই শামীম বিষয়টি জানানোর পর মঙ্গলবার তাদের বিয়ের ব্যবস্থা করি। শুনেছি এসআই শামীম ও রকি তাদের কাছ থেকে টাকা নিয়েছে। শুনেছি ৭০ হাজারে বাচ্চাটি বিক্রি করা হয়েছে। রকি আমার সঙ্গী হলেও ওর অন্যায়ের দায় আমার না। এরা যদি বাচ্চা ফেরত নিতে চায় সে ক্ষেত্রে আমি সহায়তা করব।’

 

এসআই শামীম হোসেন বলেন, ‘ঘটনা মীমাংসার জন্য আমি সেখানে গিয়েছিলাম। মুকুল আদালত থেকে কাগজপত্র করে বাচ্চাটিকে কিনেছে।’ তবে সাঈদ-সোনিয়ার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এদিকে অভিযোগ ওঠার পর এসআই

শামীম ও এসআই আশিককে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘বাচ্চা বিক্রির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের দুই এসআই প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, ‘দুই  এসআইকে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

 

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন দুই এসআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বলেন, ‘তদন্ত করা হচ্ছে। টাকা লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

একুশে সংবাদ/ই.র.প্র/জাহা

Link copied!