বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করে যশোরের অভয়নগরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নওয়াপাড়া নদীবন্দর এলাকায় স্বাভাবিক গতিতে চলছে লোড আনলোডের কাজ, মাকেটসহ খোলা রয়েছে সকল ব্যবসা-প্রতিষ্ঠান।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৭ টা থেকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যাণ্ড এলাকায় অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগ শুরু হয় শান্তি ও উন্নয়ন সমাবেশ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ রায় কপিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিশাল মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
এসময় তারা পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি-জামাতের সন্ত্রাসীবাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
একুশে সংবাদ/ম.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :