চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে ৯ জন জামাত-বিএনপির নেতাকর্মী আটক করেছে। তাদের হেফাজতে থাকা ৪ টি অবিস্ফোরিত ককটেল বোমা সাদৃশ্য বস্তু, যাহার প্রত্যেকটি লাল রংয়ের টেপ দ্বারা মোড়ানো, বিস্ফোরিত ককটেল বোমা এর ২ টুকরা জোয়ার্দ্দার কৌটার অংশ বিশেষ সহ আত্মঘাতমূলক কর্মকান্ডের পরিকল্পনা করার সময় তাদের গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নি:) মো. মনিরুল ইসলাম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ জীবননগর থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে।
গত রাত (২৯ অক্টোবর) ২ টা ৩৫ মিনিটের সময় উপজেলার বাঁকা স্কুলপাড়ায় মো. দেলবার হোসেনের ছেলে বিশারত মহুরীর (৪৬) আমবাগান থেকে আসামী মো. আবুল হোসেন (৫৮), পিতা-মৃত হাজী আব্দুল করিম, সাং-আশতলাপাড়া২। মো. ইউনুছ আলী (৫৬), পিতা-মৃত হাজী আব্দুল করিম, সাং-জীবননগর টিএন্ডটি পাড়া, ৩। মো.শাহজান আলী (৩৬), পিতা-মো.হাজী আজিম উদ্দিন, সাং-লক্ষীপুর মিলপাড়া, ৪। মো. সূজা উদ্দিন (৪৯), পিতা-মো. হাবিবার রহমান, সাং-মানিকদিহি উত্তর পাড়া, ৫। মো.আমজাদ হোসেন (৫৮), পিতা-মৃত আব্দুল করিম, সাং-পীরঘাটা, উভয় থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, ৬। মো. আমিনুল ইসলাম(২৬), পিতা-মো. আলী কদর শেখ, ৭। মো. মিলন (৪৩), পিতা-মো. শুকুর আলী, উভয় সাং-বাকা পশ্চিমপাড়া, ৮। মো. শাহিন উদ্দিন (৩৬), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-বাকা বাজারপাড়া, ৯। মো. ইসরাফিল হোসেন (২৫), পিতা-মৃত আব্দুল মালেক।তাদের হেফাজতে থাকা ৪ টি অবিস্ফোরিত ককটেল বোমা সাদৃশ্য বস্তু, যাহার প্রত্যেকটি লাল রংয়ের টেপ দ্বারা মোড়ানো, বিস্ফোরিত ককটেল বোমা এর জোয়ার্দ্দার কৌটার অংশ বিশেষ ২ টুকরা সহ আত্মঘাতমূলক কর্মকান্ডের পরিকল্পনা করার সময় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :