বাংলাদেশের জাতীয় খেলা হলেও হাডুডু আজ প্রায় বিলুপ্তির পথে। বাংলার ঐতিহ্যের এই খেলাটিকে টিকিয়ে রাখতে পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুনামেন্ট-২০২৩।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠে এই হাডুডু টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুনামেন্ট-২০২৩ এর উদ্বোধন করেন, পার- ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক। এসময় পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম মধু, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে খেলা দেখতে শত শত মানুষ জড়ো হয়। দুপুরের পর থেকে ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠ, কানায় কানায় ভরে যায়। দর্শকেরা সন্ধ্যা পর্যন্ত খেলা উপভোগ করেন।
পার- ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক একুশে সংবাদ. কমকে বলেন, এই হাডুডু টুর্নামেন্টের আয়োজন করার উদ্দ্যেশ্য এলাকাবাসীকে আনন্দ দেয়া ও খেলাটিকে ধরে রাখা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :