‘স্মার্ট যুব সম্মৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালমারীতে পালিত হলো যুব দিবস। দিবসটি উপলক্ষে দুইমাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক বেসিক কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (১ নভেম্বর) সকালে টেকাব (২য় পর্যায়) প্রকল্প ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামাল উদ্দিন ও মোহাম্মদ সালাহ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিসি’র পরিচালক (প্রশিক্ষণ) কাজী মসিউর রহমান কচি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাংবাদিক আমীর চারু বাবলু প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠানে ১১ জন যুবককে ৭ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া ২ মাস মেয়াদী ২০ জন যুবকে নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা এবং বায়োগ্যাস ইমপ্যাক্ট প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণার্থীদের যাতায়াত বাবদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :