ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বানিয়াড়ী গ্রাম থেকে লিটন মোল্যা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।
বুধবার (১ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তারের উপপরিদর্শক (ক-সার্কেলের) সেরাজুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ২।
মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল লিটন মোল্যার বাড়িতে অভিযান চালায়। ওই মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে তাকে আটক করে। আটকের পর ওই মাদক ব্যবসায়ীর লুঙ্গীর কোমর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায ৫০ পিস ইয়াবা বড়ি ও একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনের মধ্য থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন,লিটন মোল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। থানায় মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :