AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৫:০৬ পিএম, ২ নভেম্বর, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে।

 

মৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুরের চকমাঝিগাটি গ্রামের বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৯), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বকুল মিয়া (৩৪), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর গ্রামের লক্ষণ দাস (৪৪), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি গ্রামের বাচ্চু শেখের স্ত্রী হালিমা বেগম (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬১)।

 

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯৯ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৯ রোগী সুস্থ হয়েছেন।

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!