ঈশ্বরদী জংশন স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় কোচের নীচে একটি বোমা সদৃশ বস্তু দেখা গেছে। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের রেলওয়ে নিরাপত্তায় থাকা জিআরপি পুলিশ স্থান ঘিরে রেখেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে ঈশ্বরদী রেলওয়ে ষ্টেশনের ২ নাম্বার প্লাটফর্মের পশ্চিমপাশে নতুন চায়না কোচের নিচে বোমা সদৃশ বস্তুটি দেখা যায়। খবর পেয়ে স্থানটি ঘিরে রেখেছে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর রাতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন রাতে ডিউটি করতে গিয়ে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের পশ্চিমপার্শ্বে নতুন চায়না কোচের নিচে থেকে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে।
তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান হয়। বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমা সদৃশ বস্তুটি নিরাপদে ঘিরে রেখেছেন। বোমা সদৃশ বস্তুটি সম্পর্কে এখনো বোমা কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নীরিক্ষা করে দেখার পর নিশ্চিত করে বলা যাবে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :