ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে স্পিডবোটের ধাক্কায় পিয়াল আহমেদ (২৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
নিখোঁজের দু`দিন পর শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব নৌ-পুলিশ জেলের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে দুই জেলে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন।
পিয়াল আহমেদ নরসিংদীর রায়পুরা উপজেলার বেগমাবাদ গ্রামের ছাদেক মিয়ার ছেলে।
ভৈরব নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, পিয়াল ও আতাবর বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এমন সময় ভৈরব থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিডবোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায় এবং দুই জেলে ভাটার টানে হারিয়ে যান। কিছুক্ষণ পর আতাবরকে নৌ-পুলিশ উদ্ধার করলেও পিয়ালের খোঁজ পাওয়া যায় নি। নিখোঁজের দু`দিন পর আজ শনিবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ মেঘনা নদীর সার কারখানা প্রান্ত থেকে পিয়ালের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :