মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
এ সময় ``নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে`` বিষয়টির পক্ষে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এতে বিপক্ষ দল হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.আবু জাফর রিপন (বিপিএএ)।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরষ্কার পান হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় দলের দলনেতা সিনথিয়া ইসলাম প্রজ্ঞা। সে সাথে উপজেলার ১২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের দেওয়া শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মর্তুজা আহসান, একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো. ফেরদাউস হিলাল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জুয়েল, সহ-সভাপতি কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মো. মোকশেদ আলী, মিজানুর রহমান ঝিলু, মো. মানিক মিয়া, মো. শওকত হোসেন, আবু নাসের লিমন, সালমা পারভেজ প্রমুখ।
একুশে সংবাদ/আ.ল.প্র/জাহা
আপনার মতামত লিখুন :