সকল জলপনা কল্পনার অবষাণ ঘটিয়ে পরিষেশে কুড়িগ্রাম জেলা রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-১১৭৬ ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে বিজয় প্রার্থীদের চুড়ান্ত ফলাফল ঘোষণা প্রকাশ হয়েছে।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় রিক্সা শ্রমিকের সাবেক সভাপতি আবদার হোসেন বুলু সভাপতি হন ও নব-নির্বাচিত মোঃ মঞ্জুরুল ইসলাম রাজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বুধবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার হলরুমে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় অবাদ সুষ্ঠুভাবে ভোটরেরা ভোট প্রদান করেন। নির্বাচনটি পরিচালনা ও নির্বাচনী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা হতে আগত শ্রম অধিদপ্তর কর্মকর্তা কে.এম শরিফ ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রুহুল আমিন।
নির্বাচন সম্বন্ধে প্রবীণ রিক্সা চালক ও রিক্সা শ্রমিক নেতাদের সঙ্গে প্রতিবেদকের কথা হলে জানা যায়, বিগত প্রায় দুই যুগ পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে মোট প্রার্থী ২২ জন, তার মধ্যে ১৭ টি পদ রয়েছে। এর মধ্যে ১০ টি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন।
৩১/১০/২০২৩ তারিখে নির্বাচন চেয়ারম্যান স্বাক্ষরিত প্রকাশ করেন। আরও ৭টি পদের ১২ জন প্রতিদন্ধী নির্বাচনের মধ্যে দিয়ে ৭ জন ৭টি পদে বিজয় লাভ করেন।
পরে বিজয়ী চুড়ান্ত ফলাফল ঘোষনার পর আনন্দে মুখরিত হয়ে বিজয়ী প্রার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক ও রিক্সা স্ট্যান্ডগুলোতে আনন্দ মিছিল করেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা প্রকাশ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :