AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৌকা আমাদের, নৌকার আসল মালিক আমরা: নিক্সন চৌধুরী এমপি


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১০:৫০ এএম, ১৪ নভেম্বর, ২০২৩
নৌকা আমাদের, নৌকার আসল মালিক আমরা: নিক্সন চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন,  বাংলাদেশ  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফর উল্লাহর উদ্দেশ্যে কড়া সমালোচনা করে বলেন, আপনি নৌকা নৌকা করেন, নৌকা আমাদের, নৌকার আসল মালিক আমরা। 

রাস্তায় আপনি নৌকা নৌকা করেন?  ১০ অক্টোবরে প্রধানমন্ত্রীর  জনসভায় উনি একশোতে শূন্য পেয়েছেন এরপরেও উনি কয় নৌকা নৌকা, নৌকা কি ওনার বাপের? সেদিন নৌকা কই ছিল ১০ তারিখ? সেদিন হলুদ কাপড় পইরা আপনারা ( নিক্সন সমর্থক) ৪১° সেলসিয়াস গরমে  ৬ থেকে ৭ ঘন্টা মাঠে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছেন ভাঙ্গার জনগণ নিক্সনকে কত ভালোবাসে। সেখানেও আমি ৯০ মার্কে লেটার নিয়ে পাস করেছি।  এবার নৌকা আমি পাব। তারপরেও যদি জাফর উল্লাহ নাটক কইরা, অভিনয় কইরা, নৌকা নেয় তাহলে আপনারা (জনগণ )যে সিদ্ধান্ত দেন আমি তাই করব।

এমপি, সোমবার রাতে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে আব্দুল ওহাব ভুইয়ার বাড়িতে নির্বাচনী এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, কালকে নাসিরাবাদ এক মিটিংয়ে কাজী জাফর উল্লাহ লাভলু ফকিরকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেন, আওয়ামী লীগটা কি তার বাপের? জাফরউল্লার বাপ একটা কলেজ করছে সেখানে কি আওয়ামী লীগ বানাই থুইয়া গেছে। যারে তারে বলেন তুমি সভাপতি,তুমি  সেক্রেটারি, তুমি সাংগঠনিক, এটা কি? আ‍‍`লীগ টাকে শেষ কইরা ফেলাইছে।

আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের কি গঠনতন্ত্র নাই? সম্মেলন ছাড়া আওয়ামী লীগের কি এভাবে ঘোষণা করা যায়? । আওয়ামী লীগের তো একটা গঠনতন্ত্র আছে, সেখানে সম্মেলনের মাধ্যমে বানাইতে হয়।

উঠান বৈঠকে আব্দুল ওহাব ভুইয়ার  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান  এস এম হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিক ইকবাল স্বপন মোল্লা।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবহান মুন্সী, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক লাভলু মুন্সি, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী প্রমূখ।

একুশে সংবাদ/এস কে 

Link copied!