AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক


Ekushey Sangbad
মাসুম বিল্লাহ্, শরণখোলা, বাগেরহাট
১০:৫৬ এএম, ১৪ নভেম্বর, ২০২৩
সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘ ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় বসবাসরত এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে ওই গ্রামের বাসিন্দারা নিজ গৃহ ছেড়ে টেকসই  সেই বাড়িতে আশ্রয় নিয়েছে। ভিটিআরটি সদস্যরা ও ওয়াইল্ড টিমের সদস্যরা পাহাড়া শুরু করেছে এবং রাতে ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

১৩ নভেম্বর রাতে উপজেলা সোনাতলা গ্রামের মজিবুর রহমানের বাড়িতে বাঘ আসার বিষয়টি নিশ্চিত করেন ভিটিআরটি সদস্য মো: জাকারিয়া হোসাইন ঘটনাটি নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে বাঘ এসেছে এমন খবরে ওই বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী জলের ঘাট ও খুড়িয়াখালী এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে  এবং এলাকাবাসীকে রাত্রে ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান এর সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এলাকাবাসীকে রাতে সাবধানে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।


 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!