বাংলাদেশের জাতীয় খেলা হলেও হাডুডু আজ প্রায় বিলুপ্তির পথে। বিলুপ্ত এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হবে মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুনামেন্ট-২০২৩। দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শক খেলাটি উপভোগ করবেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠে মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পার- ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক
একুশে সংবাদ. কমকে বলেন, ‘গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হাডুডু খেলা উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে শত শত দর্শক উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেন। ঐতিহ্যবাহী এ খেলা এখনো মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :