বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে বরগুনা জেলার বিভিন্ন এলাকার আট জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, ‘ডুবে যাওয়া ওই ট্রলারে ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৪ জেলেকে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে গেছেন অন্য জেলেরা। বাকি জেলেদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।’
এ দিকে নিখোঁজ আট জেলার মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আবুল কালাম কালু। তিনি পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামে।
তার মেয়ে ফাতিমা রিমু জানান, চারদিন আগে পাথরঘাটা উপজেলার হাজির খাল এলাকার রহিম খলিফার ট্রলারে মাছ শিকার করতে সাগরে যান তার বাবা। গতকাল ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বরগুনার অনেক জেলের সন্ধান এখন পর্যন্ত পাইনি। তবে তাদের সবাই যে ট্রলার ডুবির শিকার হয়েছেন বিষয়টি এমন নয়। অনেকে সুন্দরবনের গভীরে আশ্রয় নিয়েছেন। তাই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। তাই সঠিকভাবে এই মুহূর্তে নিখোঁজ জেলের পরিসংখ্যান বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনসহ কোস্ট গার্ডের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ ও যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।’
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :