AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাত্যায়নী পূজা উপলক্ষে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাগুরা
০৯:১০ পিএম, ১৮ নভেম্বর, ২০২৩
কাত্যায়নী পূজা উপলক্ষে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

আসন্ন ক্যত্যায়নী পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পূজামন্ডপ সমূহে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) মাগুরা জেলা পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ।

সর্বোপরি শান্তিপূর্ণভাবে, আনন্দমূখর পরিবেশে ও নির্বিঘ্নে পূজা উদযান নিশ্চিত করার জন্য সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।

 

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ০৫টি বিশেষ নির্দেশনা প্রদান করেন-

  • নদী পথ এলাকায় যে সকল পূজা মন্ডপ আছে সেখানে টলার ও ফেরি সচল রাখা।
  • সকল পূজা মন্ডপে আগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা নিশ্চিত করা।
  • বিদ্যুৎ বিহীন পূজা মন্ডপে বিকল্প আলোর ব্যাবস্থা রাখা।
  • সকল পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরার সংযোজন করা এবং যেখানে, একেবারেই সম্ভব নয় সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা, সকল পূজা মন্ডপে বাধ্যতামূলকভাবে সেচ্ছাসেবক নিয়োগ করা। 
  • ইভটিজিং, কিশোর গ্যং, ডিজে, মাদক, ছিনতাই ইত্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশনা দেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মাগুরা জেলায় কর্মরত এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

 

একুশে সংবাদ/এসআর/জাহা

Link copied!